স্ত্রী হত্যা মামলায় স্বামী রিমান্ডে
দ্বিতীয় স্ত্রীর বাপের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাজুল ইসলামকে
রিমা বেগম (২৬) হত্যা মামলায় স্বামী তাজুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়েছে। রোববার (১৪ মার্চ) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার চিওড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে আকবর শাহ থানা পুলিশ।
গ্রেফতারের পর তাকে আদালতে নিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বিজ্ঞাপন
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, রিমার স্বামী তাজুল ইসলাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার (১২ মার্চ) আকবর শাহ থানার বিশ্ব কলোনির জি ব্লকের মোবারকের টিনশেডের বাসা থেকে রিমার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, পারিবারিক কলহের জেরে তাজুল তার স্ত্রী রিমাকে মারধর করে। এক পর্যায়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। চৌদ্দগ্রামে অভিযান পরিচালনা করে আজ দ্বিতীয় স্ত্রীর বাপের বাড়ি থেকে তাজুলকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ওসি বলেন, রিমা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে প্রেরণ করা হয়। বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামি মো. তাজুল ইসলাম নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত শাহ আলম চৌধুরীর ছেলে। নিহত রিমা বেগম (২৬) ভোলা জেলার দক্ষিণ আইচা থানার মাঝের চর গ্রামের কাশেম হাওলাদারের মেয়ে।
কেএম/এফআর