গ্রেফতার লরি চালক আক্কাস আলী/ ছবি- ঢাকা পোস্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মিউজিশিয়ান হানিফ আহমেদ (প্যাড ও পার্কাসন বাদক) এবং পার্থ গুহ (প্যাড বাদক) নিহতের ঘটনায় লরি চালক আলী আক্কাসকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (১৫ মার্চ) চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার পাক্কার রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ সাইফুল। তিনি বলেন, দুর্ঘটনার পরে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ (সোমবার) সকালে লরি চালককে গ্রেফতার করা হয়।

হানিফ আহমেদ ও পার্থ গুহ

গত শনিবার (১৩ মার্চ) ভোরে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দেশের সঙ্গীতাঙ্গনের দুই পরিচিত মুখ হানিফ আহমেদ এবং পার্থ গুহ। একটি মিউজিক শোতে অংশ নিতে কক্সবাজার যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পার্থের মৃত্যু হয়।

এ সময় মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদসহ কয়েকজন। দুর্ঘটনায় আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হানিফকেও মৃত ঘোষণা করেন।

কেএম/এইচকে