রেললাইনে লাশ!
ছবি : সংগৃহীত
১১ ফেব্রুয়ারি ২০২৩।
রেললাইন পার হতে গিয়ে এমন ঘটনা এখন মাঝেমধ্যেই গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। রেলপথ পুলিশের তথ্য অনুযায়ী, গেল পাঁচ বছরে দেশের নানা প্রান্তের রেললাইন থেকে মিলেছে ৪ হাজার ৫২৩ লাশ। এর পাশাপাশি আজকের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো একবার দেখে আসি—
বিজ্ঞাপন
সমকাল
রেললাইনে মাসে ৭৫ লাশ
বিজ্ঞাপন
গড় হিসাব করলে প্রতি মাসে দাঁড়ায় ৭৫ জন। যেসব লাশ পাওয়া গেছে এর মধ্যে ইয়ারফোন থাকায় মারা গেছেন ৫৫ জন। সেই সঙ্গে তাড়াহুড়া করে রেললাইন পার হতে গিয়ে ১ হাজার ৭৭৩ এবং রেললাইনের ওপর বসে থাকা বা চলাচলের সময় আরও ১ হাজার ৯৩৭ জনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর এক-চতুর্থাংশই ঢাকা রেলপথ থানা এলাকার।
ষোলশহর পাবলিক স্কুলে দশম শ্রেণিতে শিক্ষার্থী ৬০, এসএসসি পরীক্ষা দিতে আবেদন ১৪০০ শিক্ষার্থীর। এ রকম ৩০টি প্রতিষ্ঠানে এভাবে নিবন্ধন করানো হয়।
প্রথম আলো
পাঠদানের অনুমতি নেই, তবু শিক্ষার্থী ভর্তি
চট্টগ্রাম নগরের ষোলশহর পাবলিক স্কুলের দশম শ্রেণিতে শিক্ষার্থী রয়েছে ৬০ জন। কিন্তু এ বছরের এসএসসি পরীক্ষার জন্য তারা ১ হাজার ৪০০ শিক্ষার্থীর ফরম পূরণের জন্য বোর্ডে আবেদন করেছে। অতিরিক্ত এ শিক্ষার্থীদের পাঠদান হয়েছে অনুমোদনহীন বিদ্যালয়ে। কিন্তু তথ্য গোপন করে বিদ্যালয়টি শিক্ষার্থীদের ফরম পূরণ করে। এ জন্য অভিভাবকদের বাড়তি টাকা গুনতে হয় বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন >>> দুর্নীতি বনাম আইএমএফের ঋণ
বৈদেশিক বাণিজ্য সম্পাদনের ক্ষেত্রে বাংলাদেশের বড় দুটি কেন্দ্র হলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আমদানি দায় পরিশোধ ও রফতানি আয় গ্রহণের ক্ষেত্রে দেশ দুটির ব্যাংকগুলো মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
বণিক বার্তা
বাংলাদেশি ব্যাংকগুলোর বিদেশি হিসাবে ডলার ধারণ কমেছে
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর শেষে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোয় বাংলাদেশি ব্যাংক ও ব্যক্তির সংরক্ষিত নগদ অর্থের স্থিতি ছিল ৬৬৬ কোটি বা ৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। ২০২২ সালের সেপ্টেম্বরে এ স্থিতির পরিমাণ ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তক প্রত্যাহার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বণিক বার্তা
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বইয়ের ‘অনুসন্ধানী পাঠ’ প্রত্যাহার
দুই শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুশীলনী পাঠ’ এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তকের কিছু অধ্যায় সংশোধন করা হবে, যা শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়া হবে। এবার এ দুই শ্রেণির বই নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণয়ন করা হয়েছে। যাতে বইয়ের বিষয়বস্তু, বিন্যাস বদলে গেছে। এর মধ্যে এই দুটি বিষয়ের কিছু বিষয়বস্তু নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
যুগান্তর
সমালোচনার মুখে পিছু হটল শিক্ষা মন্ত্রণালয়
তীব্র সমালোচনার মুখে নতুন পাঠ্যবই ইস্যুতে শেষ পর্যন্ত পিছু হটেছে শিক্ষা মন্ত্রণালয়। ষষ্ঠ-সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ শীর্ষক পাঠ্যবই দুটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি একই বিষয়ের ‘অনুশীলনী পাঠ’ শীর্ষক দুটি বই সংশোধন করা হবে। সংশোধন হবে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞানের ‘অনুসন্ধানী পাঠ’ বইয়ের বেশকিছু অধ্যায়।
আরও পড়ুন >>> জলবায়ু পরিবর্তন : তলিয়ে যেতে পারে বাংলাদেশের ১৩ শতাংশ ভূমি
দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া সরকারি অর্থের ৪৭ হাজার কোটি টাকা উদ্ধার করেছে বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়।
যুগান্তর
দুর্নীতির ৪৭ হাজার কোটি টাকা উদ্ধার
১৩ অর্থবছরে দ্বিপক্ষীয়-ত্রিপক্ষীয়, পিএ কমিটির সভা, বিভাগীয় ও দুদকের মামলার মাধ্যমে বিপুল অঙ্কের এ টাকা উদ্ধার করা হয়। এসব অর্থ ব্যাংকিং খাত, জ্বালানি খাত, সামাজিক নিরাপত্তা খাত, বিদ্যুৎ, টেলিকম, সরকারি চাকরিজীবী ও রাজস্ব খাতসহ বিভিন্ন উৎস থেকে উদ্ধার করা হয়।
বায়ুদূষণে মাঝেমধ্যেই বিশ্বে শীর্ষস্থানে থাকে ঢাকা। এখানে দূষণের অন্যতম কারণ বাস, ট্রাকসহ অন্যান্য মোটরযানের বিষাক্ত ধোঁয়া।
প্রতিদিনের বাংলাদেশ
দূষণ মাপার যন্ত্র নেই, আন্দাজে ফিটনেস সনদ
বিআরটিএ কর্মকর্তারা জানান, কোন যানবাহন কী পরিমাণ ধোঁয়া নিঃসরণ করছে, তা শুধু চোখের দেখায় পরীক্ষা করা হচ্ছে। যেসব গাড়িতে কালো ধোঁয়া স্পষ্ট দেখা যায়, শুধু সেগুলোকেই আনা হচ্ছে আইনের আওতায়। ফলে বেড়েই চলছে দূষণ।
এছাড়া বিশেষায়িত স্বাস্থ্যসেবায় অগ্রগামী ইএনটি ও চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট, মিয়ানমারে গ্যাস মজুদ ২২ টিসিএফ, প্রধান সুবিধাভোগী চীন ও থাইল্যান্ড, নিপাহতে মৃত্যু ঝুঁকি ৭১% রক্ষা শুধু সচেতনতায়, ২০০ কোটি টাকার ফুল বাণিজ্যের প্রস্তুতি সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।