দেশব্যাপী ইয়ামাহা রাইডারস্ ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা বাংলাদেশ থেকে ক্লাবটির মোট ১৭০ জন প্রতিযোগী ৮৫টি টিমে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। মোট ৪৫ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় অংশগ্রহণ করেন। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার তেজগাঁও-এ অবস্থিত বিজি প্রেস মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার ফাইনাল খেলা। খেলায় কুমিল্লা ইয়ামাহা রাইডারস্ ক্লাব টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী ইয়ামাহা রাইডারস্ ক্লাব টিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। তিনি বিজয়ী টিমকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন। এছাড়াও এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইয়ামাহা রাইডারস্ ক্লাব, ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদেরকে নিয়ে গঠিত একটি সংগঠন। দেশের প্রতিটি জেলায় এই মোটরসাইকেল ক্লাবের শাখা রয়েছে এবং দেশব্যাপী এদের রয়েছে প্রায় ৬৫০০ এর বেশি নিবন্ধিত সদস্য। ক্লাবের সদস্যরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ইতিবাচক সামজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন।
 
এমএ