প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর থানার রেলওয়ে কলোনির পরিত্যক্ত শ্রমিক ইউনিয়নের কক্ষ থেকে দ্বীন ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে রেলওয়ে কলোনির পাশে শ্রমিক ইউনিয়নের কক্ষে যাই। পরে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে দেখে ভবঘুরে প্রকৃতির বলে মনে হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এসএএ/এমএ