বইমেলায় জাফর ইকবালকে ঘিরে ভক্ত-সমর্থকদের ভিড়
অমর একুশে বইমেলা প্রাঙ্গণে তরুণ-তরুণীদের জটলা বেঁধেছে। তাদের অনেকের হাতেই নতুন বই। কথাসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে দেখেই তারা ঘিরে ধরলেন তাকে। অটোগ্রাফ আর সেলফিতে মজতে দেখা যায় তাদের।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) শিশু চত্বরের সামনে দেখা যায় এ দৃশ্য। হাসিমুখে সেলফি আর অটোগ্রাফের বায়না মেটাচ্ছেন অধ্যাপক জাফর ইকবাল। প্রিয় লেখকের সান্নিধ্য পেয়ে দারুণ উচ্ছ্বসিত ভক্তরাও।
বিজ্ঞাপন
মুহম্মদ জাফর ইকবালের অটোগ্রাফ নেওয়ার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তন্নি ইসলাম ঢাকা পোস্টকে বলেন, জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন বই পড়ে বড় হয়েছি। এখনো স্যারের বই আমার অনেক প্রিয়। আজ স্যারকে সামনে পেয়ে গেলাম। তাই সেলফিবন্দি করতে ভুল করিনি। স্যার বই পড়তে ভীষণ উৎসাহ দিয়েছেন।
বাবার সঙ্গে মেলায় এসেছেন ৯ বছরের সাবিহা। জাফর ইকবালকে দেখে ছবি তোলার বায়না ধরেছে সে। সে আবদারও মিটিয়েছেন অধ্যাপক জাফর ইকবাল। পাশাপাশি উপদেশ দিয়েছেন, ‘বেশি বেশি বই পড়বা’।
বিজ্ঞাপন
জানতে চাইলে সাবিহার বাবা আহমদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার মেয়ে স্যারের বই পড়ে। স্যারকে দেখেই ছবি তুলতে চাইল। স্যার আমারও প্রিয় লেখক। তাই দুজনই ক্যামেরায়বন্দি হলাম।
বিষয়গুলো কেমন উপভোগ করছেন জানতে চাইলে অধ্যাপক জাফর ইকবাল ঢাকা পোস্টকে বলেন, আমি ছোটদের লেখক, ছোটদের আমি ভালোবাসি। তাদের আবদার মেটাতে আমার ভালোই লাগে। বেশ উপভোগ করছি।
শিশুদের জন্য আপনার উপদেশ কী হবে- জানতে চাইলে তিনি বলেন, মোবাইল ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিতে হবে।
এইচআর/কেএ