স্কুটিকন্যা চন্দ্রিকা মন্ডল

পুরুষতান্ত্রিক সমাজের শাসন আর চোখ রাঙানোকে জয় করে যারা নারীর ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করতে নিরলস কাজ করছেন, তাদেরই একজন পিরোজপুরের চন্দ্রিকা মন্ডল। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী চন্দ্রিকা এখন সবার কাছে পরিচিত ‘স্কুটিকন্যা’ নামে।

করোনাকালে একমাত্র উপার্জনের পথ টিউশনি বন্ধ হয়ে গেলে তিনি নিজের খরচ মেটাতে নারীদের স্কুটার প্রশিক্ষণ দিতে শুরু করেন। শুরুর অভিজ্ঞতা খুব একটা সুখকর না হলেও তার কাছ থেকে স্কুটার চালনা শিখেছেন গৃহিণী, শিক্ষিকা, ছাত্রীসহ নানা পেশার নারীরা। এর মধ্য দিয়ে চন্দ্রিকা মন্ডল নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন স্কুটার প্রশিক্ষক হিসেবে।

নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ শুক্রবার (১২ মার্চ) বরিশালের বেলস পার্কে ইয়ামাহা রাইডার্স ক্লাব আয়োজিত ‘বরিশাল রাইডিং ফিয়েস্তা ২০২১’ অনুষ্ঠানে চন্দ্রিকাকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় তার হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং এসিআই মটরস এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস। 

এসময় চন্দ্রিকা মন্ডল বলেন, আমাদের ছোট শহরগুলোতে নারীরা এখনও অনেক পিছিয়ে। আমরা নারী, আমরা পারি। আমি নারী জাগরণের জন্য কাজ করতে চাচ্ছি। তাকে সাধুবাদ জানিয়ে মেয়র বলেন, নারীদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী, স্পিকার ও  শিক্ষামন্ত্রী নারী। সমাজের সব স্তরে এভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হবে। 

এসিআই মোটরস এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস বলেন, আমরা চাই দেশের সব নারী স্বাবলম্বী হোক। আজকের এই অনুষ্ঠানের সম্মাননা যেন তাকে আরও এগিয়ে যেতে উৎসাহ দেয় এবং সব নারী যেন এখান থেকে অনুপ্রাণিত হন।

আরএইচ