রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদ এলাকায় প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে তানিয়া আক্তার তিশা (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত তানিয়া আক্তারের মা আকলিমা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী। কয়েকদিন আগে আমার মেয়ের সঙ্গে সৌদি প্রবাসী সাগরের সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয়। পরে তার স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া করে দুইদিন আগে আমাদের বাড়িতে চলে আসে। আজ বিকেলে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরো বলেন, আমরা বর্তমানে সায়দাবাদ এলাকার সরদার বাড়িতে ভাড়া থাকি। আমাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

এসএএ/এমএ