প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য সফল হয়েছে: মেয়র তাপস
আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা যে লক্ষ্যে আয়োজন করা হয়েছে তা সফল হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার (১৫ মার্চ) জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ডিএসসিসি আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ২০২১’-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসি মেয়র তাপস এ কথা বলেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস বলেন, এই ক্রীড়া প্রতিযোগিতা দুটি লক্ষ্য ছিল। একটি হলো- আমাদের সন্তানদের মাঠে ফিরিয়ে আনা ও খেলামুখী করা। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে অত্যন্ত সফল হয়েছি। আমাদের আর একটি লক্ষ্য ছিল খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা। প্রতিটা ওয়ার্ডে আমরা খেলাধুলার ব্যবস্থা করে দেব।
বিজ্ঞাপন
এ সময় মাঠ ও জলাশয় সিটি করপোরেশনের অধীনে থাকা দরকার এবং আইনগতভাবেই এটা সিটি করপোরেশনের অধীনে থাকাটাই নিয়ম জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের ১১ নম্বর ওয়ার্ডে একটি খেলার মাঠ। সেটা দখল হয়েছে হেড কোয়ার্টার করবে বলে। আমি এরই মাঝে (এ বিষয়ে) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, ওনার নজরে এনেছি- সেটা যেন উন্মুক্ত করে দেওয়া হয়।
এ সময় বিভিন্ন জায়গায় জমি উদ্ধার করে সেগুলোকে খেলার মাঠের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বলে জানান ডিএসসিসি মেয়র।
বিজ্ঞাপন
ওয়ার্ডভিত্তিক ফাইনাল ফুটবল খেলায় ৯ নম্বর ওয়ার্ড ২৪ নম্বর ওয়ার্ডের বিপক্ষে তিন এক গোলে (ট্রাইবেকারে) বিজয়ী হয়। ক্রিকেটে ৪ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ৯৩ রানে অলআউট হয়। জবাবে ১১ নম্বর ওয়ার্ড ৯১ রানে অলআউট হয়ে যায়। ৪ নম্বর ওয়ার্ড ২ রানে বিজয়ী হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিনুল্লাহ নুরী, ডিএসসিসি ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদ প্রমুখ।
এএসএস/ওএফ