স্থানীয় সাংবাদিকদের বিভেদে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্বেগ
কুষ্টিয়া জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে বিভেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’। সোমবার (১৫ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটি বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জেলার সাংবাদিকতার ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে।
গণ মাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, বিভেদকে কেন্দ্র করে কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিকদের মধ্যে অপেশাদার ও অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে স্থানীয় সাংবাদিকতার ঐতিহ্য ভূলুণ্ঠিত হচ্ছে। সম্প্রতি সংগঠনের কার্য নির্বাহী পরিষদের বৈঠকে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।’
বিজ্ঞাপন
এতে উল্লেখ করা হয়, কুষ্টিয়ার সাংবাদিকদের এই বহু বিভক্তি নিয়ে নানা মহলে সমালোচনা রয়েছে। এতে করে শুধু সাংবাদিকতাই নয়, দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত এই জনপদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। নিজেদের মধ্যে দলাদলি, বিভেদ, সংঘাত চলতে থাকলে সাংবাদিকদের ওপর থেকে মানুষ আস্থা হারাবে।
উপমহাদেশের সংবাদপত্রের সূচনার অগ্রদূতদের একজন কাঙাল হরিণাথ এই এলাকার সন্তান। মুদ্রণশিল্পের সূচনাকালের অন্যতম ছাপাখানা এম এন প্রেসও এই এলাকার। সেই সূত্রে সংবাদপত্র ও সাংবাদিকতায় কুষ্টিয়ার ঐতিহ্য অন্যতম। সাংবাদিকদের মধ্যে চলমান বিভেদ ও তা নিয়ে অঘটন দীর্ঘদিনের এই অর্জনের ওপর চরম আঘাত আনতে পারে।
বিজ্ঞাপন
সংবাদ বিবৃতিতে সাংবাদিকতার মতো মহান পেশা এবং জন্মস্থানের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সব বিভেদ ভুলে কুষ্টিয়ার সাংবাদিকদের ঐক্যের আহ্বান জানান সংগঠনটির সভাপতি রেজোয়ানুল হক এবং সাধারণ সম্পাদক আদিত্য শাহীন।
এমএইচএস