আদালতের দেওয়া দায়িত্ব অবহেলা করায় চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। 

আদালতের আদেশে বলা হয়- বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের একটি মামলায় বিবাদীদের কাছ থেকে অর্থ আদায় করতে বন্ধকে থাকা সম্পত্তির ওপর রিসিভার নিয়োগ করে চট্টগ্রাম অর্থ ঋণ আদালত। বাকলিয়া থানার ওসিকে এ দায়িত্ব দেওয়া হয়। একইসঙ্গে এ বিষয়ে ওসিকে প্রতি মাসে আদালতে প্রতিবেদন জমা দিতেও বলা হয়। কিন্তু গত ২ ধার্য তারিখে প্রতিবেদন দাখিল করেননি ওসি। এ কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের আদেশ দেওয়া হয়।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, আগামী ৯ মার্চ আদালতে সশরীরে উপস্থিতির দিন ধার্য করা হয়। আদেশের অনুলিপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে প্রেরণ করতে দেওয়া হয়েছে।

এমআর/এমজে