আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ অনেকে। 

শ্রদ্ধা নিবেদনের সময় ‘আমার ভাইয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গাইতে থাকেন সবাই। এসময় তারা খালি পায়ে শহীদ বেদীতে প্রবেশ করেন।

এমএম/কেএ