ফরিদপুরে দুদকের গণশুনানি বুধবার
বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি কিংবা দুর্নীতির শিকার সেবাগ্রহীতদের অভিযোগ নিয়ে ফরিদপুরে গণশুনানি করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফরিদপুরের জেলা পরিষদে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আয়োজিত গণশুনানিতে সরকারি-বেসরকারি সব দপ্তরের দুর্নীতি-অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন সাধারণ নাগরিকরা।
বিষয়টি নিশ্চিত করে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ সরকারি দপ্তরের উপস্থিতিতে উপস্থাপন করতে পারবে। একইসঙ্গে সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই আমাদের প্রধান উদ্দেশ্য।
বিজ্ঞাপন
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। এছাড়া দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন ও ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সর্বশেষ গত ৩০ জানুয়ারি গাজীপুরে গণশুনানি করে দুদক। যেখানে ২৩টি সরকারি দপ্তরের সেবায় ঘুষ, দুর্নীতি ও হয়রানির ১৬৫ অভিযোগ উপস্থাপিত হয়। এখন পর্যন্ত দুদকের ১৫০টির বেশি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আরএম/জেডএস