মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালের বানারীপাড়ায় এসএনএডি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের আশরাফিয়া মাদ্রাসা মিলনায়তনে এই ক্যাম্প বসে।

ক্যাম্পে চক্ষু, ডায়াবেটিস, গাইনি, শিশু রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে লন্ডন থেকে আসা প্রোগ্রাম পরিচালক ডা. শাহাদাৎ হোসেন, মেডিসিনের ডা. আলিম উদ্দিন, ডা. শিহাবউদ্দিন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা আব্দুল্লাহ ও সেবিকা সালমা বেগম রোগীদের চিকিৎসাসেবা দেন।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা আজরিন তন্বী বেলা ১১টায় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া অতিথি ছিলেন বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কাওসার হোসেন, যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএনএডির নির্বাহী পরিচালক আরসালান জামান, সাধারণ সম্পাদক রাশেদ রহিম, পরিচালক মো. নুরন্নবী, নির্বাহী সদস্য আখলাকুর পান্না, আশরাফিয়া মাদ্রাসার পরিচালক মো. আনিসুর রহমান, প্রধান শিক্ষক মাওলানা মো. ইলিয়াস প্রমুখ।

জেডএস