ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ইকোনোমিক এডিটর আবু আনাস

ইংরেজি দৈনিক দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ইকোনোমিক এডিটর এজেড আবু আনাস মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৮টা ১৫ মিনিটে হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়।

আবু আনাসের সহকর্মী বিশেষ প্রতিনিধি সিদ্দিক ইসলাম ঢাকা পোস্টকে জানান, গতকালও তিনি স্বাভাবিকভাবেই অফিসে এসেছিলেন। তবে তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন।

আবু আনাস জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সিনিয়র সদস্য ছিলেন। তিনি ব্যবসায় ও উন্নয়ন সাংবাদিকতায় বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মান অর্জন করেছিলেন।

আজ বাদ আসর পান্থপথ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, আবু আনাসের মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

এসআই/এমএইচএস