ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য পুনর্নির্ধারণে আদানি গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিদ্যুৎ ভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়লার মূল্য পুনর্নির্ধারণের চুক্তি সংশোধনে বিপিডিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আদানি গ্রুপের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

সূত্র জানায়, উভয় পক্ষ আলোচনা আরও চালিয়ে যেতে চায়। আদানির প্রতিনিধিরা জানান, পিপিএর কয়লার মূল্য নির্ধারণের পদ্ধতিতে বিপিডিবির সিদ্ধান্ত তারা বিবেচনা করছেন। আশা করা হচ্ছে, কয়লার মূল্য পুনর্নির্ধারণে চুক্তি সংশোধন করার অনুরোধ তারা গ্রহণ করবেন।

বৈঠকের পর বিপিডিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আদানির প্রতিনিধি দল। তারা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

ওএফএ/কেএ