প্রতীকী ছবি

রাজধানীর পান্থপথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফারুক (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফিরোজা বেগম জানিয়েছেন, রাতে পান্থপথ এলাকায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়েছে খবর পাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আমার স্বামীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে সে বিষয়টি এখনো জানতে পারিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

এসএএ/এমএ