জন্ম নিবন্ধন জালিয়াতি : চাকরি হারালেন ডিএনসিসি কর্মচারী
জালিয়াতির মাধ্যমে বিদেশি নাগরিককে জন্ম নিবন্ধন দেওয়ার অপরাধে উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন মেয়র আতিকুল ইসলাম। একই ঘটনায় অন্য এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন মেয়র।
বিজ্ঞাপন
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ডিএনসিসির চাকরিচ্যুত কর্মচারীর নাম মাফরুজা সুলতানা। তিনি সর্বশেষ ডিএনসিসির অঞ্চল-৫ এর স্বাস্থ্য শাখার জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অঞ্চল-৩ ও ৯ (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালনকালে উজবেকিস্তানে জন্মগ্রহণকারী রাশিয়ান বংশোদ্ভূত বাবা-মার ঔরসজাত সন্তান এলিনা তৌহিদের জন্ম নিবন্ধন অবৈধভাবে প্রদান করেন তিনি।
এছাড়া তার বিরুদ্ধে সই জাল করে বিভিন্ন সময় জন্ম নিবন্ধন প্রদান ও যারা আইনগতভাবে জন্ম নিবন্ধন সনদ পাওয়ার যোগ্য নয়, তাদের জন্ম নিবন্ধন প্রদানের অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম আজিজুন নেছা। তিনি ডিএনসিসির অঞ্চল-৩ ও ০৯ এর (অতিরিক্ত দায়িত্ব) স্বাস্থ্য শাখার সহকারী স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এই আদেশ জারি করে অবিলম্বে তা কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মকবুল হোসাইন।
এএসএস/কেএ