রাজধানীর গেন্ডারিয়া থানার মিলব্যারাক পুলিশ লাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বিপুল রায় (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টায় মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী বিপুল দাস ঢাকা পোস্টকে বলেন, নিহত বিপুল রায় পেশায় একজন নির্মাণ শ্রমিক। পুলিশ লাইন মিল ব্যারাকে নির্মাণাধীন ২০ তালা ভবনের ছয় তলা থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, বর্তমানে সে ওই ভবনেই থাকতেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর থানার মালডাঙ্গা গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

এসএএ/এমএ