আনসার আল ইসলামের চিঠি নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই : পুলিশ
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বোমা হামলার চিঠির বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।
শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
মো. শহীদুল্লাহ বলেন, বোমা হামলার চিঠি নিয়ে ইতিমধ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। জিডির কপি র্যাব ও সিটিটিসির কাছে পৌঁছেছে। এ বিষয়ে তারা তদন্ত করছে।
তিনি বলেন, জঙ্গি হামলার চিঠিটি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছুটির দিনে বই মেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে চিঠির বিষয়টি মাথায় রেখে। এ ধরনের চিঠি আগেও পেয়েছি আমরা। এই চিঠির ওপর ভিত্তি করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বিজ্ঞাপন
আরও পড়ুন : পুলিশ সদর দপ্তর ও বইমেলায় বোমা হামলার হুমকি
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, চিঠি দিয়ে বাংলাদেশ জঙ্গি হামলা বা বোমা হামলার কোনো ঘটনা এর আগে ঘটেনি। তবে যেহেতু এমন একটি চিঠি এসেছে, সেহেতু সম্ভাব্য বিষয়কে সামনে রেখে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে একটি চিঠি আসে। চিঠিতে পুলিশ সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটি। হামলার হুমকি পাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আরও পড়ুন : দুই মন্ত্রীর বইমেলায় যাওয়ার কর্মসূচি হঠাৎ স্থগিত
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, হামলার হুমকির বিষয়ে বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বরাবর একটি উড়ো চিঠি আসে। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে চিঠিটি আসে। এ ঘটনায় বাংলা একাডেমির পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।
এমএসি/এসকেডি