ভারতে পাচার হওয়া আরও ২০ জন বাংলাদেশি নারী ও শিশুকে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এসব বাংলাদেশিকে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করা হয়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কলকাতার উপ-হাইকমিশন জানায়, বাংলাদেশ উপ-হাইকমিশন, ভারতে পাচারের শিকার ২০ জন বাংলাদেশি নারী ও শিশুকে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন।

এনআই/কেএ