জালিয়াতির মাধ্যমে বিদেশি নাগরিককে জন্ম নিবন্ধন প্রদান করার দায়ে একজনকে চাকরিচ্যুত ও অপর একজনকে সাময়িক বরখাস্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন মেয়র। 

এ বিষয়ে ডিএনসিসির অঞ্চল ৩ এর নির্বাহী কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে অভিযোগ তদন্ত করে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে বিষয়টি জানা গেছে। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডিএনসিসির অঞ্চল ৩ ও অঞ্চল ৯-এর অতিরিক্ত দায়িত্ব পালনকারী স্বাস্থ্য শাখার সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (মূল পদ সহকারী সার্জন) ডা. আজিজুন নেছার বিরুদ্ধে উজবেকিস্তানে জন্মগ্রহণকারী রাশিয়ান বংশোদ্ভূত বাবা-মায়ের ঔরসজাত সন্তান এলিনা তৌহিদের জন্ম নিবন্ধন প্রদান করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগ হতে অনুরোধ জানানো হয়েছে।

এ অবস্থায় অভিযোগের বিষয়ে তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেছেন ডিএনসিসির সচিব।

এএসএস/ওএফ