গ্রেড-১ পদমর্যাদা পেলেন র্যাব ডিজি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন গ্রেড-১ পদমর্যাদা পেয়েছেন। ডিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুকও একই পদমর্যাদা পেয়েছেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, গ্রেড-১ পদমর্যাদা পেলেন র্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। আজ র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে গ্রেড-১ পদমর্যাদা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
এম খুরশীদ হোসেন গত বছরের সেপ্টেম্বর মাসে র্যাব ফোর্সেস এর ৯ম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এমএসি/এমজে