চলতি ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১৫টি সেক্টরের আওতায় ১ হাজার ৫২৬টি অনুমোদিত প্রকল্প অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে চলতি অর্থবছরে ৩৮১টি প্রকল্প সমাপ্ত করা হবে। এনইসি কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, বর্তমানে সংশোধিত এডিপিতে ১ হাজার ৫২৬টি প্রকল্পগুলোর অনুকূলে মোট বরাদ্দের পরিমাণ ২ লাখ ২০ হাজার ৫১২ কোটি টাকা। চলতি অর্থবছর ৩৪৩টি প্রকল্প সমাপ্ত করা হচ্ছে। এই প্রকল্পগুলো সমাপ্ত করতে সংশোধিত এডিপিতে চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। কারণ, প্রকল্পগুলো সমাপ্ত করতে কোনো ধরনের অর্থনৈতিক সংকটে যেন পড়তে না হয়, সেজন্য প্রকল্প কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী টাকা দেওয়া হয়েছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, চলতি ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে ৩০৯টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত ছিল। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ২৭১টি, কারিগরি সহায়তার প্রকল্প ২৭টি এবং নিজস্ব অর্থায়নের প্রকল্প ১১টি। এর মধ্যে গত ২০২১-২২ অর্থবছরের সংশোধিত এডিপিতে সমাপ্তির জন্য নির্ধারিত ছিল এমন ৩০টি প্রকল্পের মধ্যে ২২টি প্রকল্প এবং ২০২২-২৩ অর্থবছরের এডিপি হতে বাদ পড়া ১৬টি প্রকল্পসহ ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এডিপিতে ৩৪৩টি প্রকল্প (বিনিয়োগ প্রকল্প ২৮৬টি, কারিগরি সহায়তা প্রকল্প ৪৩টি ও েনিজস্ব অর্থায়ন ১৪টি) সমাপ্তির জন্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, গত বছরের ১৭ মে মাসে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থবছরের এডিপি অনুমোদনের জন্য অনুষ্ঠিত এনইসি সভায় জুন ২০২২ এ সমাপ্তির জন্য নির্ধারিত ৩০টি প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ পুনরায় অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন করা হয়। সর্বশেষ অনুমোদিত প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে ২০২২-২৩ অর্থবছরে প্রকল্পগুলো আবশ্যিকভাবে সমাপ্ত করতে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় এনইসি সভায়। কিন্তু ৩০টি প্রকল্পের মধ্যে ৮টি প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত সংশোধিত এডিপিতে সমাপ্তির জন্য নির্ধারিত তালিকায় রাখা হয়নি। অর্থাৎ প্রকল্পগুলো আগামী ২০২৩-২৪ অর্থবছরেও অন্তর্ভুক্তির প্রস্তাব করা হচ্ছে।

এসআর/এনএফ