নারায়ণগঞ্জের ফতুল্লায় হিমু মার্কেট কাঠেরপুল এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আল আমিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের ফতুলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আল-আমিন চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা গেছেন। তার শরীরের ৯২ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে তার স্ত্রী সুখী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মৃত আলামিনের চাচাতো ভাই মো. রাসেল ঢাকা পোস্টকে বলেন, আমার চাচাতো ভাই আল আমিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে আমার ভাবি আল আমিনের স্ত্রী সুখী আক্তার ও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তারা দুজনেই পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন দুপুরে বাসায় এসে রান্নাঘরে চুলায় দিয়াশলাই দিতেই আগুন লেগে যায়। পরে তারা দুজনসহ পাশের আরও তিনজন দগ্ধ হয়। এরপর তাদের সবাইকে দগ্ধ অবস্থায় নিয়ে এলে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল।

এসএএ/এসএম