প্রতি বছরের মতো এবারও বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল ক্যাম্পিং এ অংশগ্রহণকারী ক্যাডেটদের উজ্জীবিত করার লক্ষ্যে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট্রাল ক্যাম্পিং ২০২৩ এ অংশগ্রহণকারী ক্যাডেটদের উজ্জীবিত করার লক্ষ্যে আজ সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথির সম্মানে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লের আয়োজন করা হয়।

সমাপনী দিবসে আরও উপস্থিত ছিলেন- বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি। এছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমএসি/এমজে