ই-পাসপোর্ট প্রকল্পে নতুন উপ-প্রকল্প পরিচালক
বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক হয়েছেন লে. কর্নেল শাহ মোস্তফা হাদিউল ইসলাম।
মঙ্গলবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মো. আশেক হাসানকে ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার এবং গুচ্ছগ্রাম প্রকল্পের (বরিশাল) রিজিওনাল প্রজেক্ট ডিরেক্টর (উপসচিব) মো. রেজাউল বারীকে বরিশালের জোনাল স্টেটমেন্ট অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন : ই-পাসপোর্ট করবেন যেভাবে
বিজ্ঞাপন
এছাড়া মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) ফৌজিয়া খানকে জননিরাপত্তা বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. নজরুল ইসলামকে তথ্যপ্রযুক্তি বিভাগে, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) শরীফ নজরুল ইসলামকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. আনোয়ারুল নাসেরকে সেতু বিভাগে বদলি করা হয়েছে।
এসএইচআর/এইচকে