রাজধানীর সায়েন্সল্যাব এলাকার মিরপুর রোডে বিস্ফোরণ হওয়া তিনতলা ভবনটির একাংশ ধসে পড়েছে। বর্তমানে ধসে পড়া ভবনে উদ্ধার কাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিস। 

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে ভবনটিতে বিস্ফোরণ হয়। এতে আহত হন চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

জানা গেছে, ভবনটিতে বিস্ফোরণের কারণে আশপাশের সবগুলো মার্কেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এছাড়া বিস্ফোরণের কারণে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের কারণে যানচলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে রাস্তার একপাশ দিয়ে যানচলাচল করছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে দশটার দিকে ভবটিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় চারিদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। ধোঁয়া থেকে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল বলেও জানিয়েছেন অনেকে। 

প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণের সময় তৃতীয় তলায় ২০ জনের মতো মানুষ ছিলেন। তবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে ওই ভবন ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। 

কেএ