গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যা মামলায় তৎকালীন সহকারী প্রকৌশলী মোহাম্মদ সেলিমসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। যার মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল। অপর দুই আসামি হলেন- সেলিমের ঘনিষ্ঠ সহযোগী হেলাল হাওলাদার ও হাবিবুর রহমান খান।

মঙ্গলবার (৭ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম আসামি হেলাল হাওলাদার ও হাবিবুর রহমান খানের উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেন।

এদিকে আসামি মোহাম্মদ সেলিম হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এম কাওছার আহমেদ।

মামলার বিবরণীতে জানা যায়, ২০২০ সালের ১১ মে সকাল সাড়ে ৯টার দিকে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হন প্রকৌশলী দেলোয়ার হোসেন। তবে দুপুর আড়াইটার দিকে তার অফিস থেকে জানানো হয়, তিনি সেখানে যাননি। পরে ওইদিন সন্ধ্যায় তুরাগ থানা পুলিশ দেলোয়ারের স্ত্রীকে ফোন করে জানায়, তার স্বামীর লাশ তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টরের কে ব্লক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

ওইদিন রাতেই দেলোয়ারের স্ত্রী খোদেজা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৩০ এপ্রিল তুরাগ থানার পুলিশ পরিদর্শক শেখ মফিজুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এনআর/এমজে