সিদ্দিক বাজারে বিস্ফোরণ হওয়া ভবনটিতে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু হয়। 

এর আগে সন্ধ্যা সাত ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ভবনটি বড় দুর্ঘটনার আশঙ্কায় উদ্ধারকাজ স্থগিত করেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিস্ফোরণের কারণে ভবনের কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজউক, সেনাবাহিনীর টিম আমার পাশে দাঁড়ানো, তারা সবাই বলছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ করছে। একটু স্টেবল মনে হলে তখন ভেতরে প্রবেশের চেষ্টা করা হবে। আমরা আপাতত সেনাবাহিনীর সহায়তায় থ্রোলিং করে ভেতরে ঢোকার চেষ্টা করছি। 

এমএসি/জেডএস