বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গুলিস্তানের সিদ্দিক বাজারে অবস্থিত ব্র‍্যাক ব্যাংক গুলিস্তান শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছে ব্যাংকটি। 

ব্র‍্যাক ব্যাংক জানায়, গুলিস্তানের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের পাশে অবস্থিত ব্র‍্যাক ব্যাংকের গুলিস্তান শাখা ও এসএমই ইউনিট অফিস আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গ্রাহকদের নিকটস্থ নবাবপুর শাখা থেকে সেবা নেওয়ার অনুরোধ করা যাচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। 

এদিকে ভবনে বিস্ফোরণের ঘটনায় ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখার আটজন কর্মী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।

তিনি বলেন, বিকট শব্দের সঙ্গে বিস্ফোরণের কারণে জানালার কাঁচ ভেঙে কর্মীরা আহত হয়েছেন। তবে কেউ গুরুতরভাবে আহত হননি।

তিনি আরও বলেন, হয়তো সেখানে আর শাখাটা রাখা যাবে না। গুলিস্তান শাখাটি স্থানান্তর করতে হতে পারে।

প্রসঙ্গত, গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঢাকা পোস্টের প্রতিবেদক এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এআর/কেএ