কৃষিজমি কমে অর্ধেক!
ছবি : সংগৃহীত
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো। যেসব পাইপলাইনের মাধ্যমে রাজধানী ঢাকায় মানুষের বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হয়, সেসব পাইপলাইনের মেয়াদ ছিল ৩০ বছর। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ১০ বছর পরও ওই সব পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে স্বাভাবিক কারণেই গ্যাস সরবরাহের লাইনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
বিজ্ঞাপন
প্রথম আলো
ঢাকার গ্যাসলাইনে মৃত্যুঝুঁকি
বিজ্ঞাপন
বাধ্যবাধকতা থাকলেও পাইপলাইনে ছিদ্র তৈরি হয়েছে কি না, সেটি ঠিকমতো তদারক করা হয় না। আবার কোনো সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার সময় গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রেও গাফিলতি দেখা যায়।
আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে নতুন করে বড় ঝুঁকির মুখে পড়েছে দেশের সার্বিক অর্থনীতি। তাদের শর্ত মানতে ইতোমধ্যে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম লাগামহীনভাবে বাড়ানো হয়েছে।
যুগান্তর
অর্থনীতিতে বড় ঝুঁকির শঙ্কা
বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে আগে থেকেই বাংলাদেশ সংকটের মুখে পড়ে। এ সংকট এখন আরও প্রকট হয়েছে। এতে ডলারের দাম বেড়ে গিয়ে টাকার মান কমে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারে সব ধরনের পণ্য ও সেবার দাম বাড়ে।
আরও পড়ুন >>> কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
বাংলাদেশ ও ভারতের মধ্যে নিজস্ব মুদ্রায় লেনদেনের সম্ভাব্যতা যাচাই করছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে ভ্রমণসহ বিভিন্ন খরচ কার্ডের মাধ্যমে টাকা-রুপিতে করার কথা ভাবা হচ্ছে।
সমকাল
টাকা-রুপিতে লেনদেনের সম্ভাব্যতা যাচাই হচ্ছে
শিগগির রাষ্ট্রীয় মালিকানার সোনালী এবং বেসরকারি খাতের যেসব ব্যাংক কার্ড ব্যবসায় এগিয়ে আছে, তাদের নিয়ে একটি বৈঠক হবে। সেখানে কার্ড চালুর পদ্ধতি, লেনদেনের ঝুঁকি এবং লাভ-ক্ষতির বিষয়গুলো পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর রোডম্যাপ ঘোষণা করে ইসি।
দেশ রূপান্তর
রোডে খানাখন্দ ম্যাপে হোঁচট
‘অমসৃণ ও খানাখন্দে ভরা’ ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন নির্বাচন কমিশনকে হোঁচটও খাইয়েছে। ইসি বলছে, ‘অমসৃণ রাস্তায় স্টিয়ারিংয়ে থাকা চালক পূর্ণ গতিতে গাড়ি চালাতে না পারায় পরিকল্পনার অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অথচ নকশা অনুযায়ী, আগামী ডিসেম্বরের শেষে বা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।’
নারায়ণগঞ্জ, মগবাজার এবং সিদ্দিকবাজারে তিনটি বড় বিস্ফোরণের ঘটনা অনুসন্ধানে নাম এসেছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির। কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কারও বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। জ্বালানি মন্ত্রণালয়ও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।
প্রতিদিনের বাংলাদেশ
তিতাসের দুর্নীতিবাজরা এত শক্তিশালী!
প্রতিটি দুঃখজনক ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি তদন্ত করে দায় এড়ানোর চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, তিতাসের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ দাঁড়াতে সাহস করে না বলেই এরকম হচ্ছে।
আরও পড়ুন >>> আমার গ্রাম, আমার শহর
আবাসন কোম্পানির দৌরাত্ম্য ঠেকানো না গেলে ভবিষ্যতে খাদ্যসংকটে পড়তে হবে তাদের।
দৈনিক বাংলা
এক যুগে কৃষিজমি কমে অর্ধেক
নারায়ণগঞ্জে নগরায়ণ, আবাসন কোম্পানি ও শিল্পকারখানা গড়ে ওঠায় দিন দিন কৃষিজমির সংখ্যা কমছে। সেই সঙ্গে দূষণ বাড়ায় কমেছে জমির উর্বরাশক্তিও। এর ফলে উৎপাদন কমে যাওয়ায় জেলার খাদ্য নিরাপত্তা এখন হুমকির মুখে পড়েছে।
এছাড়া গাফিলতি প্রমাণিত পাঁচ কর্মকর্তার; সাত বছরে বাস্তবায়ন হয়েছে মাত্র ৪ কিলোমিটার; অভিজাতদের বন্যপ্রাণীর শখে বিপদে পড়তে পারে বাংলাদেশ; নদীমাতৃক দেশে নেই মডেল নদী; কোটি টাকা আত্মসাৎ : সাবেক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।