২৫০০ কেজি চোরাই ক্যাবলসহ গ্রেপ্তার ২
ঢাকার কেরানীগঞ্জ থেকে ২৫০০ কেজি চোরাই ক্যাবলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার পরিচালিত এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. মাসুম, মো. কবির।
বিজ্ঞাপন
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৪ জানায়, র্যাবের কাছে সংবাদ আসে যে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার একটি টিনসেড গোডাউনের ভেতর সংঘবদ্ধ বৈদ্যুতিক তার চোরাকারবারি চক্রের সদস্য চোরাই বৈদ্যুতিক তার/ ওয়্যারড ক্যাবল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই ২৫০০ কেজি বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামিরা বৈদ্যুতিক তার চুরির কথা স্বীকার করেছেন। এছাড়া চক্রের অপর সদস্যের সহায়তায় তারা দীর্ঘ দিন ধরে সরকারি-বেসরকারি বৈদ্যুতিক চুরি করে গোডাউনে মজুত করছিল বলে জানায়।
বিজ্ঞাপন
এআর/এসকেডি