চট্টগ্রামে স্বামী কারাগারে থাকা অবস্থায় স্ত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগে মো. জসিম (৪২) নামে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৪ মার্চ) নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জসিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা এলাকায়। তার বাবার নাম মো. সেলিম।

বুধবার (১৫ মার্চ) র‍্যাব জানায়, ভুক্তভোগী নারী পরিবারের সঙ্গে নগরের পতেঙ্গা এলাকায় থাকতেন। তার স্বামী গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ৭ মার্চ পর্যন্ত কারাগারে ছিলেন। এ সময়ের মধ্যে জসিমের সঙ্গে তার মোবাইলে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে অভিযুক্ত জসিম ভুক্তভোগী নারীকে প্রেমের প্রস্তাব দেয়। রাজি না হলে ওই নারীর ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ধারণ করে জসিম। এসব ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে জসিম। 

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ভুক্তভোগী নারীর স্বামী কারাগার থেকে বের হয়ে র‍্যাবের কাছে বিষয়টি জানায়। র‍্যাব অভিযান পরিচালনা করে অভিযুক্ত জসিমকে আটক করে। তার মোবাইলে ভুক্তভোগীর সাতটি ছবি পাওয়া যায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।

এমআর/এমজে