ডেসকোয় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
শুক্রবার (১৭ মার্চ) ডেসকোর প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজ্ঞাপন
এ সময় ডেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও এইচআর) যুগ্ম-সচিব খন্দকার জহিরুল ইসলাম, নির্বাহী পরিচালক (প্রকৌশল) জগদীশ চন্দ্র মণ্ডল, নির্বাহী পরিচালক (অপারেশন) মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ডেসকোর পক্ষ থেকে নিকুঞ্জে মাদ্রাসা-ই-নুরিয়া ও এতিমখানায় পবিত্র কোরআন খতম ও দোয়ার আয়োজন এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিজ্ঞাপন
ওএফএ/এসকেডি