চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ভোট চলাকাল কেন্দ্র থেকে ইভিএম চুরির ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা নির্মলেন্দু দে ওরফে সুমনকে একমাত্র আসামি করে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সজল দাশ বাদী হয়ে বোয়ালখালী থানায় এ মামলা করেন।

মামলার আসামি নির্মলেন্দু দে ওরফে সুমন বোয়ালখালী শ্রীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ দিন দুপুরে উপজেলার ৮৬ নম্বর জ্যেষ্ঠপুরা রমণী মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে একটি ইভিএম ইউনিট নিয়ে পার্শ্ববর্তী নৌকার ক্যাম্পে চলে যান নির্মলেন্দু দে। ছিনতাইয়ের বিষয়টি জানাজানি হলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী ওই যুবলীগ নেতার কাছ থেকে ইউনিটটি নিয়ে ভোটকেন্দ্রে ফেরত দিয়ে যান। নির্মলেন্দু দে কেন্দ্রটিতে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম ওরফে রাজা মিয়ার পক্ষে কাজ করছিলেন। নির্বাচনে রেজাউল করিম জয়ী হয়েছেন।

এদিকে ইভিএম ছিনতাইয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের হয়। 

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, ইভিএম চুরির ঘটনায় মামলা হয়েছে। এটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমআর/এসকেডি