কদমতলীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
রাজধানীর কদমতলী থানার ধলেশ্বর এলাকায় ট্রাকের ধাক্কায় শাহাবুদ্দিন (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
শাহাবুদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা বোন জামাই আনিসুর রহমান বলেন, শাহাবুদ্দিন ভ্যানচালক ছিল। রাতে ভ্যান চালিয়ে বাসায় ফেরার পথে ধলেশ্বর ঘাটে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাবুদ্দিন জুরাইনের বউবাজারে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার সরদার পাড়া গ্রামে। তিনি ওই এলাকার মোখলেসুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা তদন্ত করছে।
এসএএ/এসএসএইচ/