বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের নিয়ে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সম্প্রতি শিশু একাডেমির শেখ রাসেল চত্বরে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

এতে চিত্রাংকন প্রতিযোগিতায় ৪টি বিভাগের ১২ জন বিজয়ী শিশু অংশগ্রহণ করে।

আর্ট ক্যাম্পে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম, শিল্পী আব্দুল মান্নান, শিল্পী ফরিদা জামান, শিল্পী মিনি করিম, শিল্পী জাহিদ মুস্তাফা, শিল্পী অভিজিৎ চৌধুরী, শিল্পী সুমন রহমান, শিল্পী মো: মনিরুজ্জামান, শিল্পী হাসুরা আকতার রুমকী, শিল্পী মুবাশ্বির আলম মজুমদার, শিল্পী সুশান্ত কুমার অধিকারী এবং শিল্পী দুলাল চন্দ্র গাইন।

এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম ও চিত্রশিল্পী মনিরুল ইসলাম।