তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পৃথিবী এখন নিয়ন্ত্রিত হচ্ছে সফট পাওয়ার দিয়ে। আগামীতে যাদের যতটা সফট পাওয়ার থাকবে, পৃথিবীকে তারাই ততটা নেতৃত্ব দেবে।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর ওয়েস্টিনে আয়োজিত মুঠোফোনে সিমহীন ব্যাংকিং সেবা ‘মেঘনা পে’-এর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। 

১৪ বছরের ব্যবধানে দেশ এখন ‘লেসক্যাশ সোসাইটি’ গড়ে উঠেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টার অপারেবল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বিনিময়’-এর পেছনের মূলশক্তি ‘পরিচয়’-এর মাধ্যমে নগদের ৬৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এমন সেবা দেওয়ার জন্য আগামীর তরুণদের ‘ইনোভেটিভ ইন্টেলিজেন্স’ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান ও নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

ওএফএ/এফকে