বাংলাদেশ এবং ভুটানের জন্য নিয়োজিত বিশ্বব্যাংকের কান্ট্রি চিফ আবদৌলায়ে সেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে উভয়পক্ষ উন্নয়ন, আঞ্চলিক সংযোগ, দক্ষতা, শিক্ষা, স্বাস্থ্য এবং আইসিটি বিষয়ে আলোচনা করেছেন। তারা সংশ্লিষ্ট লাইন মন্ত্রণালয়ের সঙ্গে এবং স্টেকহোল্ডারদের নিয়ে কাজ করতে সম্মত হয়েছেন।

এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি চিফের সঙ্গে একটি প্রতিনিধিদলও ছিলেন। আলোচনা শেষে বিশ্বব্যাংকের কান্ট্রি চিফ প্রতিনিধিদল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোফা ল্যাব পরিদর্শন করেন।

এনআই/এমজে