রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৯টা ২০ মিনিটে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল।

ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

তিনি বলেন, রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এমএসি/এফআর