ধানের বস্তায় দুই হাজার বোতল ফেন্সিডিল
দুই মাদক ব্যবসায়ী আটক
রাজধানীর কল্যাণপুরে ধানভর্তি বস্তা থেকে এক হাজার ৯শ' ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- আফাজ উদ্দিন (৩৩) ও মো. রুবেল মিয়া (২৭)।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় একটি মিনিট্রাক থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই মিনিট্রাকে ২২টি ধানের বস্তায় ১৯৮৫ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিল দুই মাদক ব্যবসায়ী। তাদেরকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করছেন।
অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল কিনে তারা নিত্যনতুন কৌশলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান চৌধুরী।
জেইউ/এইচকে