রমজানে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট যেন সৃষ্টি না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। এ সময় তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার, বিভিন্ন ব্যবসায়িক সমিতি ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দের সঙ্গে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রতিবারের মতো এবারও বাজার মনিটরিং করা হবে। পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে অবশ্যই ইনভয়েস বা ক্রয়-রশিদ সংরক্ষিত থাকতে হবে। দোকানে মূল্য তালিকা থাকতে হবে।
সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম জাকারিয়া, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুব আলমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
কেএম/এইচকে