স্ব স্ব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তাদের আওতাধীন এলাকায় অবস্থিত তারকাচিহ্নিত হোটেলে অবস্থানকারীর ওপর নগর কর আদায় নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (২৫ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসি প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম ডিএনসিসির সব আঞ্চলিক কর্মকর্তা বরাবর এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম উল্লেখ করেছেন, নগর কর বা সিটি ট্যাক্স বিষয়ক বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক নগর কর পেমেন্টের রেভেনিউ অটোমেশন সফটওয়ারে স্ব স্ব হোটেল কর্তৃপক্ষের অ্যাকাউন্টে প্রয়োজনীয় তথ্যাদি আপলোড করার পর ৩ কর্ম দিবসের মধ্যে ওইসব তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কর্তৃক ভেরিফাই করবেন।

তিনি আরো বলেন, এরপর পরবর্তী ৫ কর্ম দিবসের মধ্যে অনলাইনে চালান এটাস্টমেন্ট করে পেমেন্ট বিষয়টি নিশ্চিত করতে হবে। এটা করতে ব্যর্থ হলে হোটেল কর্তৃপক্ষকে ১.২৫ হারে সারচার্জ প্রদান করতে হবে।

এএসএস/এমএ