দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। টানা তিনদিন ধরে ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচেই রয়েছে তেঁতুলিয়ার তাপমাত্রা।

জানা যায়, শুক্রবার ভোর ছয়টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়লেও সকাল নয়টায় তাপমাত্রা শূন্য দশমিক ২ ডিগ্রি কমে রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত দুইদিনের তুলনায় তেঁতুলিয়ার তাপমাত্রা খানিকটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন তেঁতুলিয়ার হতদরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষ। হাঁড় কাঁপানো শীত থেকে বাঁচতে খড়খুটো জ্বালিয়ে কিছুটা উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন তারা।

এদিকে গত দুইদিনের তুলনায় তেঁতুলিয়ার তাপমাত্রা খানিকটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার হতদরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষ। হাঁড় কাঁপানো শীত থেকে বাঁচতে খড়খুটো জ্বালিয়ে কিছুটা উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন তারা।

এদিকে দেশের উত্তর-পশ্চিমাংশে আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৯ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৩৯ মিনিটে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ২৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

টিএম