রাজধানীর শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে আগুনের ঘটনায় দুই ঘণ্টারও বেশি সময় পর কাঁটাবন-এলিফ্যান্ট রোডে যান চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন ৯তলা সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলার আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রাত দশটার দিকে ফায়ার সার্ভিসের গাড়ি চলে যাওয়ার পর সড়ক ফাঁকা হলে যান চলাচল শুরু হয়।

আরও পড়ুন- এলিফ্যান্ট রোডে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

এর আগে সন্ধ্যায় আগুন লাগার পর ভবনের সামনের দুই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শাহবাগ অভিমুখের সড়ক খুলে দেওয়া হয়। আর শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি অভিমুখের সড়কে কাঁটাবন সিগন্যাল থেকে নীলক্ষেতে ডাইভারশন দিয়ে যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়।

আরও পড়ুন- এলিফ্যান্ট রোডে আগুনে ১ জন আহত, উদ্ধার ৬

নিউমার্কেট থানার ওসি মো. শফিকুল গণি সাবু বলেন, পুনরায় যান চলাচল শুরু হয়েছে। থানার পুলিশ সদস্যরা চেষ্টা করছেন। আশা করি কিছুসময়ের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে।

আরএইচটি/এমজে