সবার যখন পরিবারের সঙ্গে ইফতার করার জন্য ঘরে ফেরার আপ্রাণ প্রচেষ্টা, ঠিক সেই সময়ে অসহায় ও কোমলমতি পথশিশুদের শুকনো মুখে হাসি ফুটিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগ সোমবার (২৭ মার্চ) ইফতারের ঠিক আগে উড়োজাহাজ ক্রসিংয়ে অসহায়, দরিদ্র ও পথশিশুদের মধ্যে ইফতার বিতরণ করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাহেদ আল মাসুদ উপস্থিত থেকে অসহায়, দরিদ্র ও পথশিশুদের মধ্যে ইফতার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলমসহ ট্রাফিক তেজগাঁও বিভাগের পরিদর্শক (শহর ও যান) ও সার্জেন্টরা।

জেইউ/এসএসএইচ/