ইফতার পার্টির জন্য বরাদ্দ দেওয়া টাকা দিয়ে অসহায়, হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীসহ ৭০০ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ মার্চ) নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল, ৭ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট সেমাই ও ১ কেজি ছোলা।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রতিবছর রমজানে সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে চট্টগ্রাম জেলা প্রশাসন ইফতার পার্টির আয়োজন করে। এ বছর ইফতার পার্টির জন্য বরাদ্দকৃত টাকায় বিভিন্ন শ্রেণি-পেশার ৭০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সমাজের অসহায় মানুষকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে।

চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম বলেন, রমজানে প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার পার্টির আয়োজন করছে। এসব ইফতার পার্টির পরিবেশিত খাবারের সিংহভাগ অপচয় হচ্ছে এবং আয়োজনের পেছনে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এ ধরনের জমকালো ইফতার পার্টি যথাসম্ভব পরিহার করে এই অর্থ অসহায় ও হত দরিদ্রদের মাঝে বিতরণ করা উচিত।

মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, ইফতার পার্টির পরিবর্তে সমাজের গরিব-দুঃখীদের সাহায্য-সহযোগিতার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবানদের সারা বছর এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, চেম্বার অব কমার্সের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব চক্রবর্তী।

এমআর/এসকেডি