একাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনের সংক্ষুদ্ধ পক্ষের আপিল শুনানি মঙ্গলবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভা কক্ষে এ শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (২ এপ্রিল) ইসির আইন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শাহীনুর আক্তার এ তথ্য জানান। এরকম একটি চিঠি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের রাষ্ট্রপতির আদেশ নং ১৫৫) এর অনুচ্ছেদ ১৪(৫) অনুযায়ী রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি অনুযায়ী মনোনয়নপত্র বাতিল বা গ্রহণাদেশের বিরুদ্ধে কোনও প্রার্থী বা ব্যাংক মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর নির্ধারিত পদ্ধতি অনুসরণপূর্বক আপিল আবেদন করতে পারেন মর্মে বিধান রয়েছে।

ইসি আরও জানায়, আগামী ২৭ এপ্রিল একাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ নির্বাচনী আসনের শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৪ এপ্রিল মঙ্গলবার এ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর দায়েরকৃত আপিল আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। 

ওইদিন বেলা ১১টার সময় নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সভা কক্ষ-২ এ শুনানি অনুষ্ঠিত হবে। আপিলের শুনানি সুষ্ঠুভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার মনোনীত প্রতিনিধি, আপিলকারী ও সংশ্লিষ্ট পক্ষদের যথা সময়ে নির্বাচন কমিশনে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এসআর/এসএম