ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) দুপুর ১টায় র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরের চিত্তবিনোদন কক্ষে প্রেজেন্টেশন ও ব্যাটালিয়ন মাঠ প্রাঙ্গণে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্তব্যরত সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে অন্যান্য অফিসার ও ফায়ারম্যানদের সহায়তায় এ মহড়া অনুষ্ঠিত হয়। 

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে। এতে প্রাণহানিসহ মারাত্মকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতি হচ্ছে। এসব অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধে র‌্যাব-২ ব্যাটালিয়নের সদস্যদের সচেতনতা বৃদ্ধি ও অগ্নি নির্বাপণের বিভিন্ন কলাকৌশল শেখাতে এ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। 

অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়ায় র‌্যাব-২ ব্যাটালিয়নের সব অফিসার ও ডিএডিসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। 

অগ্নিনির্বাপণ মহড়ায় স্টেশন অফিসার ও তার সহযোগীরা আগুন নেভানোর কৌশলগুলো হাতে-কলমে শিখিয়ে দেন। এছাড়াও গ্যাস সিলিন্ডার ও স্বল্প কোনো জায়গায় আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে আগুন নেভাতে হবে তা শেখানো হয়।

ভবিষ্যতে কোনো অগ্নি-দুর্ঘটনা ঘটলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাজে সহযোগিতা করার জন্য সব র‌্যাব সদস্যকে আহ্বান জানানো হয়।

জেইউ/কেএ